আসন্ন অমর একুশে বইমেলা ২০২৩-এ আসছে তরুণ কবি ও লেখিকা মোহনা ইসলাম ডিনার প্রথম কবিতার বই “মেঘপুঞ্জ’’। বইটি প্রকাশ করছে দুয়ার প্রকাশনী। বইটির প্রচ্ছদ মূল্য ২০০ টাকা। বর্তমানে বইটির প্রি-অর্ডার চলছে রকমারি,বইফেরি ও দুয়ার প্রকাশনীর ফেইসবুক পেইজে।
বই প্রসঙ্গে মোহনা ইসলাম ডিনা জানান, “মেঘপুঞ্জ এমন একটি কাব্যগ্রন্থ যেখানে জীবন ঘেঁষা কিছু কবিতার চরণের মাঝে রোমান্টিকতার ছোঁয়ায় আলো ছায়ার লুকোচুরির মাঝে হাসি আনন্দ আর প্রেম প্রণয়ের আভাস ঘিরে কিছু লেখা পড়ে আপনার মেঘলা মনে হেসে উঠতে পারে এক মুঠো রোদ্দুর। এছাড়া যদি বই থেকে কবিতার লাইন জুড়ে দিয়ে বলি—
“শুভ্র নীল যদি বলি তোমায় ভালোবাসি প্রচণ্ড
তুমি কী আমার কাছে,
কারণ জানতে চাইবে একটা অন্তত।”
তরুণ লেখিকা মোহনা ইসলাম ডিনার বর্তমানে ঢাকার খিলগাঁওয়ে অবস্থিত “কোয়ালিটি এডুকেশন কলেজ” এর প্রভাষক (বাংলা) পদে শিক্ষকতা করছেন। এছাড়াও “পাক্ষিক ভোরের আলো” ম্যাগাজিনের সাহিত্য সম্পাদক হিসেবে তিনি কর্মরত আছেন। ২০২২ বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম বই ও একক গল্পগ্রন্থ “কল্পনাতীত”। যা পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।