বর্তমান ২১ শতাব্দীর এ যুগে নিজের ভালো অবস্থান তৈরি করতে পড়াশোনার পাশাপাশি ধরকার আত্নউন্নয়ন ও সামাজিকতাতায় নিজের পরিচয় তুলে ধরা। সেই লক্ষ্যে বাংলাদেশ সহ পুরো বিশ্বে করা হচ্ছে কোটি কোটি কর্মশালা ও প্রজেক্ট।
উন্নয়নের এই ধারাবাহিতায় ০৪ ফেব্রুয়ারী ২০২৩ইং ফেনী শহরে অনুষ্ঠিত হলো “Training on career guidelines & extra curricular activities” নামে একদিন ব্যাপী কর্মশালা। যাতে ছিলো স্বনামধন্য প্রতিষ্ঠিত স্পিকারদেদের পরামর্শ , প্রশ্ন-উত্তর পর্ব, সামনের প্রজেক্ট উদ্বোধন ও তা নিয়ে আলোচনা আলোচনা। এছাড়াও অংশগ্রহণকারীদের জন্য ছিলো নানান ধরণের খেলা, টিম ভিত্তিক কাজ, সংগীত পরিবেশ। এ পুরো কর্মশালা আয়োজনে ছিলো Help For Today নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
আয়োজকরা জানায়, একবিংশ শতাব্দীর দক্ষতা অর্জন ও উন্নতি সাধনের মুল হাতেখড়ি হলো তারুণ্যের ইচ্ছাশক্তি ও কর্ম স্পৃহা। বর্তমান প্রতিযোগিতার বিশ্বে টিকে থাকার জন্য দক্ষতার কোন বিকল্প নেই।যেমন-শিখন ও সৃজন দক্ষতা, ডিজিটাল সাক্ষরতা, ক্যারিয়ার ও জীবনদক্ষতা সহ ভিন্ন ভিন্ন স্তরের দক্ষতাসমূহ।
দেশ ও দেশের মানুষের জন্য নিজেকে প্রস্তুত করতে এবং সেই অনুসারে স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষে হেল্প ফর টুডে’র লার্নিং প্রোগ্রাম ‘প্রগতি’ এর উদ্যোগে এই কর্মশালার আয়োজন। সেশন থেকে অর্জিত জ্ঞান অভিজ্ঞতা প্রয়োগিকভাবে কাজে লাগানোর জন্য বিভিন্ন প্রয়োগমূলক সেশন এর ব্যবস্থা করা হয়।
একদিন ব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার হিসেবে ছিলেন সোলায়মান হাজারি ডালিম (সাংবাদিক,বাংলানিউজ২৪.কম), জাবের জুনায়েদ চৌধুরী (কান্ট্রি কো-অর্ডিনেটর, ইংলিশ অলিম্পিয়াড চীন),তাহসিন সোবহান (ডিস্ট্রিক ট্রেজারার, লিও বি২, বাংলাদেশ) , সোহরাব হোসেন সুমন(উপদেষ্টা, হেল্প ফর টুডেয়)।
কর্মশালা সম্পর্কে অংশগ্রহনকারীরা সন্তুষ্টি প্রকাশ করেন। অংশগ্রহণকারী আহসান বলেন, ‘ ইভেন্টটি যথেষ্ট সুন্দর ও গোছানো ছিলো,সামনে এরকম আরো ইভেন্ট হলে ভালো হয়’। ও নাম প্রকাশে অনিচ্ছুক অংশগ্রহণকারী বলেনন,’ অনুষ্ঠানটি খারাপ হয় নি, তবে যেহেতু দিনব্যাপী এটি তাই খাবারের দিকটি দেখলে আরেকটু ভালো হতো ‘।
এই কর্মশালাটিতে মিড়িয়া পার্টনার হিসেবে সচেতনা তৈরী ও তরুণদের উৎসাহিত করতে ছিলো এনএনও নিউজ।