উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পছন্দের অন্যতম শীর্ষ দেশ কানাডা। শুধু বাংলাদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে নয়, গুণগত শিক্ষার মান, আধুনিক জীবনযাত্রা এবং নানা সার্বিক সুযোগ সুবিধার কারণে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষ স্থান অর্জন করেছে এই ম্যাপল পাতার দেশটি।
প্রতিবছরের ন্যায় এবারও আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করছে কানাডার অনটারিও রাজ্যে অবস্থিত টরন্টো বিশ্ববিদ্যালয় (১৮২৭)। বাংলাদেশ-সহ প্রায় বিশ্বের সকল দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। মেধা এবং আর্থিক প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে স্কলারশিপ প্রদান করে থাকে বিশ্ববিদ্যালয়টি। সর্বমোট ৫ হাজার শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করা হবে। স্কলারশিপ প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে- ইউনিভার্সিটি অফ টরন্টো স্কলারস প্রোগ্রাম, প্রেসিডেন্টস স্কলারস অফ এক্সিলেন্স প্রোগ্রাম, লেস্টার বি পিয়ারসন ইন্টারন্যাশনাল স্কলারশিপ। আবেদনের শেষ সময় আগামী ১৩ই জানুয়ারি।
শিক্ষার্থীদের জন্য দর্শন, ইতিহাস, আইন, সমাজবিজ্ঞান, ভূগোল, ভূতত্ত্ব, ব্যবস্থাপনা, পরিসংখ্যান, ফার্মেসি, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিদ্যা ও জ্যোতিঃপদার্থবিজ্ঞান, সংগীত ও সংস্কৃতি-সহ আরও বিপুলসংখ্যক বিষয়ে স্নাতক করার সুযোগ রয়েছে। স্নাতকের বিষয়গুলো দেখতে নিচের লিংকে ক্লিক করুন:
স্নাতকোত্তরের বিষয়গুলো দেখতে নিচের লিংকে ক্লিক করুন:
যোগ্যতা:
১. স্নাতকের জন্য আবেদনের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফল থাকতে হবে।
২. স্নাতকোত্তরের জন্য আবেদনের ক্ষেত্রে স্নাতক পর্যায়ে ভালো ফল থাকতে হবে।
৩. ইংরেজি মাধ্যম ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে ইংরেজি ভাষার দক্ষতার সনদ প্রদর্শনের প্রয়োজন নেই। তবে বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের IELTS এ ন্যূনতম ৬.৫ পেতে হবে।
৪. ডুয়োলিঙ্গ ইংরেজি টেস্ট গ্রহণযোগ্য।
সুযোগ-সুবিধা:
১. কানাডা ব্যতীত বিশ্বের যে-কোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবে।
২. সম্পূর্ণ টিউশন মওকুফ করা হবে।
৩. স্বাস্থ্য বিমা।
৩. আবাসনের ব্যবস্থা।
৫. পাঠ্যপুস্তক ক্রয়ের খরচ।
আবেদন :
অনলাইনেই বিশ্বের যে-কোনো প্রান্ত থেকে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।
আবেদন করতে নিচের লিংকে প্রবেশ করুন :
https://future.utoronto.ca/apply/applying/
স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে নিচের লিংকে প্রবেশ করুন :
https://future.utoronto.ca/finances/awards/