ভাসমান শিশুদের ভাগ্য পরিবর্তনে দৃশ্যমান অগ্রগতি নেই উল্লেখ করে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেছেন, ‘নগরের রাস্তা-ঘাট, রেলস্টেশন, ওভারব্রিজ-সহ বিভিন্ন স্থানে তাকালেই আমরা অবহেলা-অনাদরে বেড়ে ওঠা পথশিশুদের দেখতে পাই। দিন দিন তাদের সংখ্যা বাড়ছে। সংবিধান মোতাবেক প্রত্যেকটি শিশুর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।’
আজ শনিবার রাজধানীর জাকির হোসেন রোডের খেলার মাঠে মোহাম্মদপুর সমাজকল্যাণ সমিতির কার্যালয়ে ‘আমরা সবাই ফাউন্ডেশন’-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের মাঝে ইদ উপহার এবং খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।