দেশের সকল মেডিক্যাল কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পূর্বের বছরগুলোর ন্যায় পূর্ণাঙ্গ সিলেবাসে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৭ জানুয়ারি (সোমবার) ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম বাদল-এর সভাপতিত্বে আয়োজিত এই সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ এইচএম এনায়েত হোসেন এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব।
সূত্রে জানা যায়, বৈঠকের এক পর্যায়ে পরীক্ষা আয়োজক কমিটির এক সদস্য সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তাব উত্থাপন করলে সভায় উপস্থিত অধিকাংশ সদস্য এর বিরোধিতা করেন। ফলস্বরূপ বিগত বছরগুলোর মতো পূর্ণাঙ্গ সিলেবাসে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।