আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে নেদারল্যান্ড। রয়েছে বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রামের ব্যবস্থা। তেমনই একটি স্কলারশিপ প্রোগ্রাম হলো হান ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সের স্কলারশিপ প্রোগ্রাম ২০২৩।
স্নাতক প্রোগ্রাম
অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এম্বেডেড ইঞ্জিনিয়ারিং, ইন্টারন্যাশনাল বিজনেস, লাইফ সায়েন্স, পদার্থবিজ্ঞান, কমিউনিকেশন, ইন্টারন্যাশনাল সোশ্যাল ওয়ার্ক এই বিষয়গুলোর উপর স্নাতক করা যাবে।
মাস্টার্স প্রোগ্রাম
ইঞ্জিনিয়ারিং সিস্টেম, কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং, অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং, মলিকুলার লাইফ সায়েন্স, লিন ইঞ্জিনিয়ারিং, সাসটেইনেবল এনার্জি ইঞ্জিনিয়ারিং, এম্বেডেড ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো মাস্টার্স প্রোগ্রামের জন্য নির্ধারিত হয়েছে।
সুযোগ-সুবিধা
স্কলারশিপটি মূলত ভালো ফলাফল ও অন্যান্য অর্জনের ভিত্তিতে দেওয়া হয়ে থাকে। এর আওতায় প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে ২ হাজার ৫০০ করে মোট ৫ হাজার ইউরো দেওয়া হবে। এরপর প্রতিবছর শিক্ষার্থীরা ২ হাজার ৫০০ ইউরো করে বৃত্তি পাবেন। স্কলারশিপটি বজায় রাখতে শিক্ষার্থীদের অবশ্যই ৪৫ ক্রেডিট ধরে রাখতে হবে।
আবেদনের যোগ্যতা
বাংলাদেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন। তবে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।
আবেদনকারীকে ভালো ফলধারী হতে হবে।
আইইএলটিএস স্কোর ন্যূনতম ৬.৫
টোফেল স্কোর ন্যূনতম ৯০ থাকতে হবে।
আবেদনের প্রক্রিয়া
প্রথমত, বিশ্ববিদ্যালয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর ডিগ্রির যেকোনো প্রোগ্রামে ভর্তি হতে হবে। ভর্তির পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্কলারশিপে আবেদনের জন্য আপনাকে মেইল করবে।
আবেদনকারীকে হান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কীভাবে নিজেকে তিনি একজন সফল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবেন তা বর্ণনা করে একটি মোটিভেশনাল লেটার আপলোড করতে হবে।
সিভি আপলোড করতে হবে।
তিন মিনিটের একটি শর্ট ভিডিও দিতে হবে।
ভিডিওতে নিজের বিষয়ে কথা বলতে হবে, নিজের বিভিন্ন বিষয়ে পারদর্শিতা সম্পর্কে জানাতে হবে।
আবেদনের শেষ তারিখ: এপ্রিল, ২০২৩
বিস্তারিত সকল তথ্য বিশ্ববিদ্যালয়টির অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।