সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইনের সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে ‘নিউজপেপার অলিম্পিয়াড’-এর একজন সদস্যের প্রাণহানি ঘটে। মঙ্গলবার (২৫ মে ২০২১) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণহানি ঘটে যাওয়া ‘নিউজপেপার অলিম্পিয়াড’ এর সে সদস্যের নাম রুদ্র। রুদ্র সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। রুদ্রর প্রাণহানিতে ‘নিউপেপার অলিম্পিয়াড’ টিম শোকাহত।
জানা গেছে, মঙ্গলবার বিকালে রুদ্র ও তার কয়েকজন সহপাঠী হোটেল নির্ভানা ইনের সুইমিংপুলে সাঁতার কাটতে নামেন। কিছুক্ষণ পর রুদ্রকে দেখতে না পেয়ে সহপাঠীরা ও হোটেলকর্মীরা খোঁজাখুঁজির পর তাকে সুইমিং পুলের পানির নিচে ডুবে থাকতে দেখেন। পরে রুদ্রকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুদ্রর প্রাণহানি কি কোনো দুর্ঘটনা না-কি অন্যকিছু সেটি খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে হোটেল নির্ভানা ইনের সকল লাইসেন্স এবং কাগজপত্রও ঠিক আছে কি না সেগুলোও তদন্ত করে দেখা হবে— এমনটা জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ।
‘নিউজপেপার অলিম্পিয়াড’ সিলেট টিমের অন্যতম সদস্য ছিলেন রুদ্র দত্ত। রুদ্র একাধারে আবৃত্তিশিল্পী, উপস্থাপক, বিতার্কিক। ‘নিউজপেপার অলিম্পিয়াড’-এর সাথে জাতীয় পর্ব ২ থেকেই সে কাজ করে যাচ্ছিল। ‘নিউজপেপার অলিম্পিয়াড’ এর পেছনে রুদ্রর গুরুত্বপূর্ণ সময়গুলোর প্রতি কৃতজ্ঞ থাকবে ‘নিউজপেপার অলিম্পিয়াড’।
সত্যি আমাদের পরিবারের একজন সদস্য কে হারিয়ে আমরা শোকাহত নওগাঁ জেলা পক্ষ থেকে আমরা তার পরবর্তী জীবনের জন্য শুভ কামনা করছি