বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেই ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়লেন বিরাট কোহলি। এর ফলে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে টপকে ওপরে উঠে গেলেন কোহলি।
এ ম্যাচ নিয়ে কোহলি নেতৃত্ব দিচ্ছেন ৬১টি ম্যাচে । আর অন্যদিকে ধোনি নেতৃত্ব দিয়েছেন ৬০ টি টেস্টে। এখন পর্যন্ত কোহলির অধীনে ৬০ টেস্টে ৩৬ টি ম্যাচে জয়, ১৪ টি হার ও ১০টি ম্যাচ ড্র করেছে ভারত। ধোনির নেতৃত্বে ৬০ টেস্টে ২৭টি জয়, ১৮টি হার ও ১৫টি ম্যাচ ড্র করেছে।
