সমাজের অবহেলিত, নিপীড়িত, নির্যাতীত সকল শ্রেণী-পেশার মানুষের কাছে মানবতার বার্তা পৌছে দিতে ‘বাংলাদেশ মানবাধিকার কমিশন’ নামের একটি বৃহত্তর সামাজিক সংগঠন শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে ছুটে গিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে।
শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে নওগাঁর ধামইরহাটে বঙ্গবন্ধু পাঠ চক্রে বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসময় নবগঠিত কমিটির সভাপতি উপজেলা অ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম এর সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এ সময় কেন্দ্রীয় কমিটির অনুমোদন প্রাপ্ত ৩৬ সদস্য বিশিষ্ট কমিটিতে সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলামকে সভাপতি, পৌর কাউন্সিলর ও সাংবাদিক মেহেদী হাসান’কে সাধারণ সম্পাদকসহ এ্যাড. আশরাফুদ্দৌলা নয়ন’কে নির্বাহী সভাপতি করে দুই বছর মেয়াদী একটি কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা শেষে সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান নওগাঁ জেলা মানবাধিকার কমিটির সাধারণ সম্পাদক চন্দন কুমার দেব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গনপতি রায়, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, শহীদ চান মোহাম্মদ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল।
এছাড়াও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কমিটির সহ-সভাপতি মৌসুমী সুলতানা, নওগাঁ জেলা কমিটির সা, সম্পাদক মো. সুলতান মাহমুদ, নওগাঁ জেলা কমিটির সাংস্কৃতিক সম্পাদক লিজা সুলতানা, নওগাঁ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পুতুল রানী ব্যানার্জি, নওগাঁ জেলা কমিটির সদস্য নুরনাহার সুষমা, নওগাঁ সদর উপজেলা সাধারণ সম্পাদক এ্যড, একে এম ফজলে মাহমুদ (চাঁদ), নওগাঁ জেলা সদস্য নন্দিতা দে, জেলা কমিটির নির্বাহী সদস্য মৌলি ইসলাম প্রমুখ।
মোঃ নাজমুস সাকিবকনটেন্ট রাইটার ওনিউজপেপার অলিম্পিয়াডজেলা প্রতিনিধি (নওগাঁ)