আবার তেঁতুলতলার মাঠে ফিরতে পেরেছে শিশু–কিশোরেরা। আনন্দ আর উচ্ছ্বাসের শেষ নেই যেন তাদের। দীর্ঘ দুই মাস মাঠ ছিল পুলিশের দখলে।খেলতে এলে ফরিয়ে দিত পুলিশ। এখন খেলতে পেরে মানসিকভাবে বেশ আনন্দে আছে শিশুরা। আজ শুক্রবার রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে আসা শিশুরা তাদের প্রতিক্রিয়া জানায়।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাঠটিতে থানা নির্মাণ হবে না। জায়গাটি যেভাবে ছিল, সেভাবেই থাকবে। এটি আগের মতো এলাকাবাসী ব্যবহার করবে।