বর্তমানে টুইটারের নতুন মালিক ইলন মাস্ক। তিনি ডোনাল্ড ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফরমের জন্য একটি নতুন নাম প্রস্তাব করেছেন। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার (২৭ এপ্রিল) তার এক টুইট বার্তায় মাস্ক বলেন, ট্রুথ সোশ্যালকে ‘ট্রাম্পেট’ হিসাবে নামকরণ করা উচিত। ট্রুথ সোশ্যাল অ্যাপলের অ্যাপ স্টোরের শীর্ষ ডাউনলোডকৃত অ্যাপ। টুইট বার্তায় মাস্ক লিখেছেন, ট্রুথ সোশ্যাল (ভয়ংকর নাম) বিদ্যমান রয়েছে, কারণ টুইটার বাক্স্বাধীনতার ওপর সেন্সর আরোপ করেছে। এর পরিবর্তে ‘ট্রাম্পেট’ বলা উচিত! তিনি আরও মনে করেন, টুইটার হলো ট্রাম্পের ট্রুথ সোশ্যাল টিকে থাকার কারণ। গত বছর জানুয়ারিতে ক্যাপিটল দাঙ্গার পরিপ্রেক্ষিতে টুইটার থেকে নিষিদ্ধ হওয়ার পরেই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমটি চালু করতে বাধ্য হন।
ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’-এর নাম পরিবর্তনের প্রস্তাব দিলেন ইলন মাস্ক
on
|
views
and
comments