জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে এই একমাত্র টেস্টের সিরিজে শুরুতেই টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক।
২০২০ সালের শুরুতে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল এক ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে। এরপর আর কোনো টেস্ট জেতেনি বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।
জিম্বাবুয়ে একাদশ
রেগিস চাকাভা, ব্রেন্ডন টেলর (অধিনায়ক ও উইকেটরক্ষক), কাইয়া রয়, কাইতানো তাকুজওয়ানাসা, তিমিসেন মারুমা, ব্লেসিং মুজারবানি, মায়ার্স ডায়ন, রিচার্ড এনগারাভা, নিয়াচি ভিক্টর, সাম্বা মিলটন, ডোনাল্ড তিরিপানো।