আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে ২০২০-২১ শিক্ষাবর্ষে ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা আয়োজনের মত দিয়েছে ভর্তি মেডিকেল পরীক্ষা আয়োজক কমিটি। গতকাল মঙ্গলবার রাতে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, চলমান করোনা ভাইরাসের কারণে আগামী ৩০ এপ্রিল বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে ভর্তি পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বুধবার (২১ এপ্রিল) অথবা আগামীকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।