বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর এই প্রথম কোনো ইংরেজি চলচ্চিত্র আসতে চলেছে। ‘জিন কে’ নামক এই চলচ্চিত্রটির পরিচালক হলেন ফকরুল আরেফিন খান। তাঁর করা চলচ্চিত্রসমূহের মাঝে ‘ভুবনমাঝি’ ও ‘গন্ডি’ এই দুটি চলচ্চিত্র খুবই জনপ্রিয়তা পেয়েছে। আর এখন তার হাত ধরেই আসতে যাচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম ইংরেজি চলচ্চিত্র।
মূলত ‘জিন কে’ ছবিটি করা হচ্ছে ফ্রান্সের ২৮ বছরের এক যুবককে ঘিরে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ‘জিন কে’ নামক এই যুবক একটি প্লেন হাইজ্যাক করেন বাংলাদেশের শরণার্থীদের জন্য ওষুধ ও চিকিৎসার সরঞ্জাম পাঠানোর জন্য। এই ঘটনাটিকে কেন্দ্র করেই হতে চলেছে ‘জিন কে’ ছবিটি।