ক্রিকেটে শূন্য রানের পরিভাষা গোল্ডেন ডাক। অর্থাৎ কোনো রান না করে যদি ব্যাটসম্যান আউট হয়, তাকে বলে গোল্ডেন ডাক। এটি এমন একটি ব্যাপার যে, কোনো ব্যাটসম্যানই চান না নিজের নামের পাশে যোগ করতে। অথচ এমনই একটি রেকর্ডে নাম উঠল বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি গোল্ডেন ডাকের মালিক এখন তিনি।
শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ১ম ওয়ানডেতে শূন্য রানে আউট হয়ে অযাচিত এই রেকর্ডটি নিজের করে নিয়েছেন এই ওপেনার। ক্রিকেটের সবধরনের সংস্করণ মিলিয়ে এ নিয়ে তামিম শূন্য রানে আউট হলেন ৩৪ বার! এর আগে এটি ছিল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দখলে। ২৬২ ইনিংসে ৩৩ বার ‘গোল্ডেন ডাক’ মেরেছেন মাশরাফি।
এ তো গেল সব ফরম্যাট মিলিয়ে হিসাব। ওয়ানডে ক্রিকেটেও বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ডাক মারার রেকর্ডটি তামিমের। এ নিয়ে একদিনের ক্রিকেটে ১৯ বার শূন্য রানে আউট হলেন তিনি। এর আগে রেকর্ডটি ছিল হাবিবুল বাশারের।