সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞানভিত্তিক জার্নাল, বই ও গবেষণা সম্মেলনগুলোর তথ্য নিয়ে কাজ করা ‘স্কোপাস’-এর তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে অনলাইন ম্যাগাজিন ‘সায়েন্টিফিক বাংলাদেশ’। ৬ জানুয়ারি, ২০২২ এ ‘স্কোপাস’ ডেটাবেস থেকে সংগ্রহকৃত তথ্য অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশি গবেষকদের আন্তর্জাতিক জার্নালে মোট ১১৪৭৭টি বৈজ্ঞানিক প্রকাশনা প্রকাশিত হয়েছে। যা জানুয়ারি, ২০২১ এ ‘স্কোপাস’ থেকে সংগ্রহ করা ২০২০-এর তথ্যের (৮১৪০টি) চেয়ে প্রায় ৩০০০ বেশি।
গবেষণায় এইবার ১২৪৬টি গবেষণা প্রবন্ধ প্রকাশের মধ্য দিয়ে প্রথম স্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাবি এই বছর প্রথমবারের মতো এক হাজার মাইলস্টোন ছাড়িয়েছে। আবার ৭০৭টি গবেষণা প্রবন্ধ নিয়ে প্রথমবারের মতো দ্বিতীয় স্থান অর্জন করেছে প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয়। এছাড়া ৬৯৩টি প্রকাশনার সাথে তৃতীয় অবস্থানে রয়েছে বুয়েট। উল্লেখ্য যে, গতবার ৩য় অবস্থানে ছিল রাবি, ২য় অবস্থানে ছিল বুয়েট এবং ১ম অবস্থানে ছিল ঢাবি।
এছাড়া গতবারের ন্যায় এইবছরও দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় শীর্ষ দশটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে স্থান করে নিয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি রয়েছে ৫ম অবস্থানে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রয়েছে ১০ম অবস্থানে। তাছাড়া তালিকার শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (৫৩৭টি প্রকাশনা), সপ্তম অবস্থানে রয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (৫২৩টি প্রকাশনা), অষ্টম অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (৪৫৯টি প্রকাশনা) এবং নবম অবস্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৩৮৫টি প্রকাশনা)।
প্রকাশনার শীর্ষ তিনটি ক্ষেত্র হল প্রকৌশল (২৩৫৮টি), মেডিসিন (২৩০৫টি) এবং কম্পিউটার বিজ্ঞান (২১৩৬টি)। এছাড়া ১৬৯২টি প্রকাশনার সাথে চতুর্থ সর্বোবৃহৎ ক্ষেত্র হিসেবে উন্নিত হয়েছে পরিবেশ বিজ্ঞান। অধিকাংশ প্রকাশনা ইংরেজি ভাষায় (১১৪৭৬টি) লেখা হলেও স্প্যানিশ ভাষায় ৭টি, ফ্রেঞ্চ ভাষায় ৫টি এবং বসনিয়ান ভাষায় ১টি প্রকাশনা লেখা হয়েছে।