২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা ও বিতর্ক। এ প্রস্তাবিত বাজেটে কোভিডের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলায় কোনো দৃশ্যমান ও উদ্ভাবনী পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগ( সিপিডি)। আজ শুক্রবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত ব্রিফিং এ তারা এ মন্তব্য করেন।
তারা বলেন, ‘অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার বাজেট বক্তৃতায় স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান খাতকে প্রাধান্য দিয়েছেন। কিন্তু, প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রত্যাশিত বরাদ্দ আসেনি।’