কারা সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলা কারাগারে এক হাজার ৪৩৫ হাজতি ও কয়েদি রয়েছেন। এর মধ্যে পুরুষ এক হাজার ৩৭০ জন ও নারী ৬৫ জন। ঈদুল ফিতর উপলক্ষে বন্দিদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। ঈদের জামাতের পর থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন বন্দিরা। ওই দিন প্রত্যেক বন্দি সাক্ষাতের সময় পাবেন ১০ মিনিট।
টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘অন্যান্য সময়ের চেয়ে ঈদের দিন কারাবন্দিদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এদিন তাদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা রয়েছে। নারী বন্দিদের মধ্যে আট জনের সন্তান রয়েছে। তাদের জন্য আমরা নতুন পোশাকের ব্যবস্থা করেছি। কারাবন্দিরা ওই দিন ঈদের জামাতের পর থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বজনদের সঙ্গে দেখা ও মোবাইলে কথা বলার সুযোগ পাবেন। এছাড়া আরও কিছু বিশেষ সুবিধা রয়েছে তাদের জন্য।’