এফআইআর দায়ের করা হয়েছে টাইগার শ্রফ এবং দিশা পাটানির বিরুদ্ধে। কোভিডবিধি ভেঙে দুপুরবেলা মুম্বাইয়ের রাস্তায় ঘুরে বেড়ানোর অভিযোগে পুলিশের খাতায় নাম উঠল দুই বলিউড তারকার।
পুলিশের এক মুখপাত্র বলেন, ‘মুম্বাইয়ে দুপুর ২টার পর যৌক্তিক কারণ ছাড়া মানুষের চলাচলে বিধিনিষেধ রয়েছে। কিন্তু এই সময়ের পর বন্দ্র ব্যান্ডস্ট্যান্ডে টাইগার শ্রফকে ঘুরে বেড়াতে দেখা যায়। তিনি বলেন, ‘সন্ধ্যায় টাইগার শ্রফকে বন্দ্র ব্যান্ডস্ট্যান্ডে ঘুরতে দেখা যায়। তাকে বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করলে যৌক্তিক কারণ দেখাতে পারেননি তিনি। পরে পুলিশ তার বিস্তারিত তথ্য সংগ্রহ করে এবং সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়।’
মহারাষ্ট্র সরকারের প্রণয়ন করা নিয়মে সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত সব অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা থাকবে। ১৫ জুন পর্যন্ত এই নিয়মে লকডাউন চলবে সে রাজ্যে। পুলিশের বয়ান অনুযায়ী, টাইগার ও দিশা শরীরচর্চা করে ফিরছিলেন।
