আগামী ২৫ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। যা চলবে ২৭ জুলাই পর্যন্ত। আজ ১১ এপ্রিল (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আয়োজিত এক সভায় পরীক্ষা পদ্ধতি ও প্রশ্নের নম্বরের মান বন্টন সম্পর্কে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, গত বছরের ন্যায় এইবছরও মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় ১ ঘন্টা। পাস নম্বর ৪০। সকল ইউনিটের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মোট এমসিকিউ থাকবে ৮০ টি। অর্থাৎ প্রতিটি এমসিকিউ তে থাকছে ১.২৫ নম্বর করে।
‘এ’ ইউনিটের নম্বর বন্টন:
১. বাংলা- ৩০ নম্বর
২. ইংরেজি- ৩০ নম্বর
৩. সাধারণ জ্ঞান- ৪০ নম্বর
মোট ১০০ নম্বর।
উল্লেখ্য যে, এবছর ’এ’ ইউনিটে প্রাথমিকভাবে ৪৫০০০ শিক্ষার্থী পরীক্ষার জন্য বাছাইয়ের পর ৬০% মানবিক বিভাগ থেকে এবং ৪০% অন্যান্য বিভাগ থেকে নেওয়া হবে।
‘বি’ ইউনিটের নম্বর বন্টন:
১. ইংরেজি- ২৫
২. আইসিটি- ১৫
৩. হিসাববিজ্ঞান- ২৫
৪. ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২৫
৫. বাংলা- ১০
মোট ১০০ নম্বর।
বি ইউনিটে অ-বাণিজ্য শাখার শিক্ষার্থীদের নম্বর বণ্টন:
১. ইংরেজি- ৩০
২. বাংলা- ২০
৩. সাধারণ জ্ঞান- ২৫
৪. আইসিটি- ২৫
মোট ১০০ নম্বর।
‘বি’ ইউনিটে প্রাথমিকভাবে ৪৫০০০ শিক্ষার্থী পরীক্ষার জন্য বাছাইয়ের পর ৬০% বানিজ্য বিভাগ থেকে এবং ৪০% অন্যান্য বিভাগ থেকে নেওয়া হবে।
‘সি’ ইউনিটের নম্বর বন্টন:
সি ইউনিটের প্রশ্নের ‘ক’ শাখার বাধ্যতামূলক অংশ: পাশ নম্বর- ২৫
ক শাখায় থাকবে:
১.পদার্থবিজ্ঞান ২৫টি প্রশ্ন
২. রসায়ন ২৫টি প্রশ্ন
৩. আইসিটি ৫টি প্রশ্ন
আবার প্রশ্নের ‘খ’ শাখা ঐচ্ছিক অংশ হতে যে কোন ১টি উত্তর করতে হবে। যার পাশ নম্বর ১০।
খ শাখায় থাকবে:
১. গণিত ২৫টি প্রশ্ন
২. জীব বিজ্ঞান ২৫টি প্রশ্ন
৩. গণিত + জীব বিজ্ঞান ২ টি প্রশ্ন থাকবে।
যেসকল শিক্ষার্থীরা গনিত এবং জীব বিজ্ঞান উভয় থেকে উত্তর করবে তারা বিজ্ঞানের সকল বিভাগের জন্য বিবেচিত হবে।
সি ইউনিটে অ-বিজ্ঞান শিক্ষার্থীদের নম্বর বণ্টন:
১. বাংলা ২৫টি প্রশ্ন
২. ইংরেজি ২৫টি প্রশ্ন
৩. সাধারণ জ্ঞান/ভূগোল/মনোবিজ্ঞান- ৩০টি প্রশ্ন.
এবছর মোট ৩টি ইউনিটের (এ, বি, সি) পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে বলে গত ৩১ মার্চ উপাচার্য কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপ-কমিটির এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। শিফট অনুসারে, প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত যথাযথ ইউনিটের পরীক্ষা চলবে।