পাশাপাশি হাসি মুখে বসে আমির-কিরণ, শক্ত করে ধরে রয়েছেন একে অপরের হাত! ডিভোর্সের ঘোষণার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এমন দৃশ্য দেখবার কথা বোধহয় আপনি কল্পনাও করেননি। কিন্তু এই জুটি ফের একবার চমকে দিলেন। তাদের বার্তা- “আমরা একসাথেই আছি।” চমকে গেলেন তো! না, গল্প নয় একদম সত্যি কথা।
শনিবার সকালে এক যৌথ বিবৃতিতে আমির খান ও কিরণ রাও ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার খবর জানিয়েছেন। এই খবরে মন ভেঙে গেছে ভক্তদের। আর তাই বিচ্ছেদের পর ভক্তদের উদ্দেশে একটি ভিডিয়ো বার্তা দিয়েছেন তারা। জানিয়েছেন, সম্পর্ক বদলালেও তারা একে অপরের পরিবার হয়েই থাকবেন।
গতকাল যৌথ বিবৃতিতে দুজনে ১৫ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি টেনে জানান, “একসাথে কাটানো এই ১৫টা সুন্দর বছরে আমরা আজীবনের অভিজ্ঞতা, আনন্দ, হাসি ভাগ করে নিয়েছি। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বিশ্বাস, সম্মান এবং ভালোবাসা বেড়েছে। এবার আমরা আমাদের জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি- সেখানে আমরা স্বামী, স্ত্রী নই, তবে আমরা বাবা-মা থাকব এবং অবশ্যই একে অপরের পরিবার থাকব।”