ইনস্টাগ্রামে ‘ফ্রেন্ডস’ খ্যাত হলিউড তারকা অ্যানিস্টন লিখেছেন, “টিকা নিয়েছি। কী যে ভালো লাগছে! আমরা খুবই ভাগ্যবান যে এই ভয়ংকর দুঃসময়ে যুক্তরাষ্ট্রে যথেষ্ট পরিমাণ টিকা আছে। তবে হতাশার কথা হলো, বিশ্বের সব দেশে করোনার পর্যাপ্ত টিকা নেই। একজন খারাপ থাকলে আমরা কেউই ভালো থাকতে পারব না।”
ওই পোস্টে অ্যানিস্টন সবাইকে টিকা নিতে উৎসাহ দিয়েছেন। ইনস্টাগ্রামে নিজের বায়োর নিচে একটা লিংক দিয়েছেন। যে কেউ সেখানে করোনার টিকা নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। এই সময়ে ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় নাগরিকেরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তহবিল তুলে ভারতের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। প্রাইমটাইম এমি ও গোল্ডেন গ্লোবজয়ী জেনিফার অ্যানিস্টন সে রকম একটি লিংকও দিয়েছেন। সেখানে যে কেউ ভারতের জন্য অর্থ সহায়তা করতে পারবেন।
এই মুহূর্তে সিনেমায় নিয়মিত না হলেও জেনিফার অ্যানিস্টনকে দেখা যাচ্ছে অ্যাপল টিভি প্লাস এর ‘দ্য মর্নিং শো’ টিভি সিরিজে। এই ড্রামা সিরিজে অ্যানিস্টোনের সঙ্গী হয়েছেন রিজ উইদারস্পুন, মার্ক ডুপলাস, বেল পাউলি-সহ আরও অনেকে।