সফল ক্যারিয়ার করার জন্য আমাদের প্রথমত প্রয়োজন ভালো একটি পরিকল্পনা, তাইতো, ক্যারিয়ারে সঠিক পরিকল্পনাটি নিয়ে দিকনির্দেষণা দিতে হালের জনপ্রিয় ই লার্নিং প্লাটফর্ম মেন্টোরিয়ান আয়োজন করতে যাচ্ছে Career Fest 1.0 এর। বলাই বাহুল্য অসাধারণ এই প্লাটফর্মটি কাজ করে যাচ্ছে রেসের ময়দানে পিছিয়ে পড়া তরুণদের সামনে এগিয়ে নিয়ে যাবে বলে। তাদের লক্ষ্য, “একটা স্কিলড বাংলাদেশ চাই।”
এই ক্যারিয়ার ফেস্টটি মূলত মেন্টোরিয়ান আয়োজন করেছে তরুণদের ক্যারিয়ারে ভ্যালু এড করে সামনের কঠিন সময়ের জন্য প্রস্তুতি নেয়ার জন্য। এই ফেস্টের মাধ্যমে তরুণরা শিখতে পারবে কিভাবে সে নিজেই তার নিজের সিভিটা লিখে নিতে পারবে, কিভাবে সে একটা ইন্টারভিউ বোর্ডে বসে সিচুয়েশান সামাল দিবে, কিভাবে সে প্রফেশনালী একটা ইমেইল লিখবে, কিভাবে সে প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিং করে সবাইকে তাক লাগিয়ে দিবে এবং ইত্যাদি ইত্যাদি। এছাড়া ও এই ফেস্টে রয়েছে প্রায় ২০,০০০ টাকা সমমানের পুরস্কার জিতার সুযোগ।
৬দিন ব্যাপী এই আয়োজনের সেশন গেস্ট হিসেবে থাকছেন লাইলা নাজনিন – হেড অফ এইচআর এট স্টার সিনেপ্লেক্স, আরো থাকছেন রাফাত রহমান – সিইও অফ পার্কিং কই, থাকছেন রোখসানা আক্তার রুপি – টেসল কনসালটেন্ট এন্ড কর্পোরেট ট্রেইনার, প্রফেসর মঈনুদ্দিন চৌধুরি – প্রেসিডেন্ট অফ SLSD, মো. সোহান হায়দার – ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও অফ স্মার্টিফায়ার একাডেমি এবং সমাপনী অনুষ্ঠানে থাকছেন রাসেল এ কাউসার – ফাউন্ডার এবং সিইও অফ মেন্টোরিয়ান।
এছাড়াও এই ফেস্টে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ছোট একটি কন্টেস্ট এর মাধ্যমে প্রথম ৫ জনের জন্য থাকছে ফ্রিতেই নিজের সিভি, কাভার লেটার এবং লিংকডইন প্রোফাইলটি গুছিয়ে নেওয়ার সুযোগ। এবং পরবর্তী ২০ জনের জন্য থাকছে ফ্রি তে নিজেদের সিভি এবং লিংকডইন প্রোফাইল এসেসমেন্ট করিয়ে নেওয়ার সুযোগ এবং থাকবে অনলাইন মক ইন্টারভিউতে বসার সুযোগ। এর সাথে অংশগ্রহণকারীদের প্রত্যেকের জন্য থাকছে বেশ কিছু প্রিমিয়াম সিভি টেম্পলেট, কাভার লেটার টেম্পলেট, ইন্টারভিউ কমন প্রশ্ন এবং উত্তরগুলোর সম্মিলিত একটি পিডিএফ বই সহ আরো অনেক কিছু।
এছাড়াও স্পেশালি মেন্টোরিয়ানের পক্ষ থেকে থাকছে তাদের আপকামিং সকল কোর্সে ৫০% ডিস্কাউন্ট, এবং যারাই এই ফেস্টে অংশগ্রহণ করছেন তাদের প্রত্যেকের জন্যই থাকছে ক্যারিয়ার ফেস্ট ১.০ এর সার্টিফিকেট। এই পুরো প্রোগ্রামের রেডিও পার্টনার হিসেবে থাকছে Radio Dhoni 91.2 FM
মেন্টোরিয়ান সম্পর্কিত সমস্ত আপডেট পেতে ভিজিট করুনঃ
www.mentorianbd.com