দেশের জনপ্রিয় ই–কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির কার্যক্রম বন্ধ আছে। এমনকি হটলাইনেও সাড়া নেই। এমতাবস্থায় একে একে ইভ্যালির সাথে সম্পর্ক ছিন্ন করে চলেছে পণ্য সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠান (মার্চেন্ট)। গত দুই দিনে এসব প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে, ইভ্যালির দেওয়া ভাউচারে তারা আর পণ্য সরবরাহ করবে না। কেননা তারা ইভ্যালির কাছ থেকে পণ্যের দাম পাচ্ছে না।
এদিকে ইভ্যালি-সহ ১৪টি ই–কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন তথ্য সংগ্রহ করছে সিআইডি। এর মধ্যে ধামাকা নামের একটি ই–কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে সংস্থাটি।