সামনেই ইদ এবং সে উপলক্ষ্যে নতুন দুটি গান তৈরি করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। গান দুটির কাজ শেষ হয়েছে কিন্তু প্রযোজনা সংস্থার বাধ্যবাধকতার জন্য গান দুটির নাম এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
গান দুটির গীতিকার আসিফ ইকবাল ও আহমেদ রাজীব। এসব গান প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ জানান, তিনি যে ধরনের সুরেলা গান পছন্দ করেন, গান দুটি তেমনই। গান দুটিতে কথা ও সুরের চমৎকার সমন্বয় হয়েছে।
এছাড়াও তিনি বলেন, “আশা করছি, ইদে শ্রোতারা আগ্রহ নিয়ে গান দুটি শুনবেন।”
এদিকে সম্প্রতি দুটি ছবি ও একটি টেলিফিল্মের গানেও কণ্ঠ দিয়েছেন বিশ্বজিৎ। তবে টেলিফিল্মটি লন্ডনভিত্তিক বাংলা টিভিতে প্রচার করা হবে।