কোয়ার্টার ফাইনালের অষ্টম ও শেষ টিকিটের জন্য মাঠে নেমেছিল ইউক্রেন ও সুইডেন। গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে অতিরিক্ত সময়ের খেলায় জিতে প্রথমবারে মতো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ইউক্রেন। সুইডেনকে ২-১ গোলে হারিয়ে নকআউটে জিতে গেল ইউক্রেন।
ম্যাচের ১২০ মিনিটের খেলা শেষে ১২১তম মিনিটে, ইউক্রেনের বদলি ফরোয়ার্ড আর্তেম ডভবিকের অসাধারণ গোলের মাধ্যমে কোয়ার্টারের টিকিট নিশ্চিত করে ইউক্রেন। নির্ধারিত ৯০ মিনিটে দুই দল কোনো গোল করতে না পারায় খেলা গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। পনেরো মিনিট করে দুই অর্ধে সাজানো এ অতিরিক্ত সময়ের প্রথমার্ধের নবম মিনিটে আর্তেম বেসেডিনকে কড়া ট্যাকল করায় লাল কার্ড দেখেন সুইডেনের মার্কাস ড্যানিয়েলসন। ফলে শেষের ২১ মিনিট দশজন নিয়েই খেলতে হয় সুইডেনকে। যার মাশুল তাদের গুনতে হয়েছে ম্যাচের ১২১তম মিনিটে গিয়ে।
অতিরিক্ত ত্রিশ মিনিটের দ্বিতীয়ার্ধের শুরুর আগে আন্দ্রে ইয়ারমোলেঙ্কোকে তুলে নিয়ে আরতেম ডভবিককে নামান ইউক্রেন কোচ আন্দ্রে শেভচেঙ্কো। পরে তার এই সিদ্ধান্তই হয়ে ওঠে ইউক্রেনের ইতিহাস গড়ার মূল চাবিকাঠি। কেননা ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে গোল করে ইউক্রেনকে কোয়ার্টার ফাইনালে ওঠানোর মাধ্যমে ইতিহাসের অংশ হয়ে রইলেন ডভবিক।
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠা ইউক্রেন আগামী শনিবার রোমে শেষ আটে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ডের।