টোকিয়ো অলিম্পিকে স্বর্ণপদক জিতে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করলেন হাঙ্গেরির ফেন্সার অ্যারন সিলাগি। এর আগে লন্ডন রিয়ো অলিম্পিকে স্বর্ণ জিতে ইতিহাস গড়ার সুযোগ করে রেখেছিলেন হাঙ্গেরির এই তারকা।
টোকিয়ো অলিম্পিকের প্রথম দিন ইতালির লুইজি সামেলকে ১৫-৭ ব্যবধানে হারিয়ে ফেন্সিংয়ে স্বর্ণপদক জিতেছেন সিলাগি। যার ফলে বিশ্বের প্রথম ক্রীড়াবিদ হিসেবে ফেন্সিংয়ের কোনো এক ইভেন্টে তিনবার প্রথম হওয়ার রেকর্ড গড়লেন তিনি। ফাইনালে লুইজি সামেলোকে হারানোর আগে সেমিফাইনালে ইরানের মোজতবা আবেদিনকেও ১৫-৭ ব্যবধানে হারিয়েছেন সিলাগি।
সিলাগির ইতিহাস গড়ার দিন ফেন্সিংয়ের সিলভার জিতেছেন ইতালি সামেলো আর ব্রোঞ্জ জিতেছেন দক্ষিণ কোরিয়ার কিম জুংহুয়ান।