মার্ভেলের ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ ইতোমধ্যে বিশ্বের ৬ষ্ঠ সর্বোচ্চ ব্যাবসাসফল ফিল্মের কীর্তি গড়েছে। মুভিটি এখন পর্যন্ত ১.৬৯ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।মুভিটি ছাড়িয়ে গিয়েছে ’জুরাসিক ওয়ার্ল্ড’ (১.৬৭ বিলিয়ন মার্কিন ডলার) ও ‘দি লায়ন কিং’ (১.৬৬ বিলিয়ন মার্কিন ডলার) মুভিকে। মুভিটি আরও আগেই ছাড়িয়েছে মার্ভেলের ‘দি অ্যাভেঞ্জার্স’ ও ‘দি অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’-এর মতো মুভিকে।
ছবিটি মুক্তির ষষ্ঠ সপ্তাহে পুনরায় উত্তর আমেরিকায় সর্বোচ্চ আসন দখল করে নিয়েছে। টম হল্যান্ড, টবি ম্যাগুয়েরো ও অ্যান্ড্রিউ গার্লফিল্ডের মতো তারকা ঠাসা মুভিটি ইতোমধ্যে ঘরোয়া বক্স অফিসে ৭২১ মিলিয়ন মার্কিন ডলার ও আন্তর্জাতিক বক্স অফিসে ৯৭০.১ মার্কিন ডলার আয় করে নিয়েছে।
মুভিটি বিশেষ সাড়া ফেলেছে অভিনেতা টম হল্যান্ডের জন্মস্থান যুক্তরাজ্যে। দেশটিতে এখন পর্যন্ত ১১৬ মিলিয়ন মার্কিন ডলারের ব্যাবসা করেছে নো ওয়ে হোম। তাছাড়া মেক্সিকোতে ৭৩.৪ মিলিয়ন,দক্ষিণ কোরিয়াতে ৬০.৬ মিলিয়ন এবং ফ্রান্সের ৫৯.৯ মিলিয়ন আয় করেছে মুভিটি। তবে ‘বিশ্বের সর্ববৃহৎ মুভির ব্যবসার বাজার’ খ্যাত চীনে মুভিটি মুক্তি দেওয়া হয়নি। গেল ডিসেম্বরের ১৭ তারিখে মুক্তি পায় ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’।