শিক্ষার্থীদের জন্য ইঞ্জিনিয়াস কমিউনিটি আবারও নিয়ে এলো মেগা কুইজ উৎসব। আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা “ইঞ্জিনিয়াস কুইজ কার্নিভ্যাল 2.0”
সময়সূচি: ৩০ অক্টোবর, ২০২১
বিষয়বস্তু: বাংলাদেশবিষয়ক সাধারণ জ্ঞান
(সাম্প্রতিক বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, ভূগোল, ইতিহাস-ঐতিহ্য, শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি)
ক্যাটাগরি:
প্রাইমারি: ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি
সেকেন্ডারি: ৬ষ্ঠ শ্রেণি থেকে এসএসসি ২০২১
হায়ার সেকেন্ডারি: কলেজ এবং বিশ্ববিদ্যালয়
পরীক্ষাটি গুগল ফর্মে অনুষ্ঠিত হবে।
৩০ টি প্রশ্নের জন্য নির্ধারিত সময় ৩০ মিনিট
পুরস্কার:
সেরা ৩০ জনকে পুরস্কৃত করা হবে।
১ম পুরস্কার: ক্রেস্ট, সার্টিফিকেট এবং ১০০০ টাকা সমমূল্যের বই।
২য় পুরস্কার: ক্রেস্ট, সার্টিফিকেট এবং ৮০০ টাকা সমমূল্যের বই।
৩য় পুরস্কার: ক্রেস্ট, সার্টিফিকেট এবং ৫০০ টাকা সমমূল্যের বই।
৪র্থ থেকে দশম স্থান অধিকারকারী প্রত্যেকেই পাবে ক্রেস্ট, সার্টিফিকেট এবং বই।
বিজয়ীদের ছবি ফেসবুক পেইজ থেকে ফিচার করা হবে।
অংশগ্রহণকারী প্রত্যেকেই পাবে পার্টিসিপেন্ট সার্টিফিকেট (ডিজিটাল)।
নিবন্ধন ফি: মাত্র ৩০ টাকা
নিবন্ধন প্রক্রিয়া:
ধাপ: ১
রেজিস্ট্রেশন ফি পরিশোধ করে ফর্মটি পূরণ করতে হবে।
◽ বিকাশ: 01719463043
◽ নগদ: 01773329096
নিজস্ব নাম্বার কিংবা দোকান থেকে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে।
নিবন্ধন লিংক: https://forms.gle/EeDfW2RKpLpvzpUW6
নিবন্ধন লিংকে ক্লিক করে সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে।
এরপর Next বাটনে ক্লিক করতে হবে।
ধাপ: ২
যে নম্বরে টাকা পাঠানো হবে, সে নাম্বারটি সিলেক্ট করতে হবে। (বিকাশ/ নগদ)
যে নাম্বার থেকে টাকা পাঠানো হয়েছে, সে নাম্বারটি লিখতে হবে।
টাকা পাঠানোর পর ফিরতি SMS-এ যে Transaction ID (TxnID) পাওয়া যাবে, সেটা লিখতে হবে।
তারপর, সাবমিট বাটনে ক্লিক।
নির্ভুল তথ্য এবং সত্যতা যাচাই করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি কোড-সহ কনফার্মেশন ম্যাসেজ মোবাইল নম্বরে ও ইমেইল ঠিকানায় পাঠানো হবে।
নিবন্ধন কোড ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে না।
নিবন্ধন: https://forms.gle/EeDfW2RKpLpvzpUW6
🔰 রেজিস্ট্রেশন এবং সাবমিশনের শেষ সময়: ২৫ অক্টোবর
ক্যাম্পাস অ্যাম্বাসেডর
নিবন্ধন: https://forms.gle/Z6Py6QkVacjUhtaV6
রেজিস্ট্রেশন এবং সাবমিশনের শেষ সময়: ২০ অক্টোবর
সুযোগ-সুবিধা:
ক্রেস্ট, সার্টিফিকেট এবং বই-সহ আকর্ষণীয় পুরষ্কার।
প্যানেল মেম্বার হিসেবে কাজ করার বিশেষ সুযোগ!
এছাড়াও প্রত্যেকেই পাবে ই-সার্টিফিকেট এবং সিএ পোস্টার।
কো অর্ডিনেটর
নিবন্ধন:
Dhaka Division: https://forms.gle/zohoNRePv75MpM5n9
Chittagong Division: https://forms.gle/f4YKkpP8XoKRBG4P8
Rajshahi Division: https://forms.gle/xXaeBjVxa8RqTb6x5
Khulna Division: https://forms.gle/HyXLzPTGeQFYnyPt8
Barisal Division: https://forms.gle/nCbxXg12AX1pLmZ26
Mymensingh Division: https://forms.gle/voP7Z63UADW8GsfAA
Rangpur Division: https://forms.gle/Snij7oDWw6DtG7vZA
Sylhet Division: https://forms.gle/eiz5VPTrXcmmHQdM9
Comilla Division: https://forms.gle/uDVTSu8BahsJ1qAw6
রেজিস্ট্রেশন এবং সাবমিশন এর শেষ সময়: ২০ অক্টোবর
সুযোগ-সুবিধা:
ক্রেস্ট, সার্টিফিকেট এবং বই-সহ আকর্ষণীয় পুরস্কার।
প্যানেল মেম্বার হিসেবে কাজ করার বিশেষ সুযোগ!
এছাড়াও প্রত্যেকেই পাবে ই-সার্টিফিকেট এবং সিএ পোস্টার।
অনুসরণ করতে চাইলে-
ফেসবুক পেইজ: https://www.facebook.com/IngeniousCommunity.Official
গ্রুপ: https://www.facebook.com/groups/IngeniousCommunity/
ইন্সটাগ্রাম: instagram.com/ingeniouscommunity.official
ইউটিউব: https://rb.gy/b3posn
যোগাযোগ করুন:
🔹 ইমেইল: info.ingeniouscommunity@gmail.com
🔹 ফেসবুক পেইজ:
facebook.com/IngeniousCommunity.Official