শিশু হিসেবে আমাদের অনেক ইচ্ছে এবং স্বপ্ন থাকে। আমাদের প্রথম ইচ্ছে হয় একজন ভালো মানুষ হয়ে ওঠা। দেশের জন্য কিছু কাজ করা। আমাদের দেশকে আলোয় ভরিয়ে দেওয়া। তারপরে আমাদের মেধাকে আরও ভালো ভাবে প্রকাশিত করা। আমাদের ইচ্ছে হয় নিজের নামকে ছড়িয়ে দেওয়া।
আমাদের ইচ্ছে করে পাইলট হয়ে আকাশে উড়বো। আমাদের এই রঙিন পৃথিবীটাকে জানতে ইচ্ছে করে। ছোটবেলায় ভাবতাম, যদি পাখি হয়ে আকাশে উড়তে পারতাম! যদি রঙে রঙিন হয়ে প্রজাপতির মতো উড়ে বেড়াতাম! যদি এমন হতো, বাতাসের সাথে মিশে বেড়াতাম! আমাদের ইচ্ছে হয় পৃথিবীর মানুষগুলোকে জানতে।
ইচ্ছের তো নেই শেষ, আমাদের স্বপ্নের বাংলাদেশ।
শ্রুতি ঘোষ