থ্রিলার লেখক হিসেবে পাঠকদের কাছে বেশ জনপ্রিয় এবং পরিচিত মুখ আহমেদ শিমু। তারই ধারাবাহিকতায় সম্প্রতি তার লেখা “দ্যা ব্ল্যাক চ্যাপ্টার অব লাইফ” নামক আরো একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এ নিয়ে আহমেদ শিমুর প্রকাশিত মোট গ্রন্থের সংখ্যা পাঁচ এবং উপন্যাস সংখ্যা চার। পূর্বে প্রকাশিত গ্রন্থগুলোর ন্যায় সদ্য প্রকাশিত গ্রন্থটিও পাঠকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
আহমেদ শিমুর কাছে “দ্য ব্ল্যাক চ্যাপ্টার অব লাইফ” বইটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “বইটি মূলত সামাজিক থ্রিলার জনরার উপন্যাস। উপন্যাসটির শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়েছে একটি খুনের রহস্য বের করার মাধ্যমে। যে রহস্য বের করতে গিয়ে চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য বের হয়ে এসেছে। খুন হতে হয়েছে একের পর। যেগুলো জানতে হলে অবশ্যই পড়তে হবে “দ্য ব্ল্যাক চ্যাপ্টার অব লাইফ” বইটি। এছাড়াও মূল থিমকে ঠিক রেখে উপন্যাসটিতে নিতু চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে অটিজম বাচ্চার জীবনের নির্মমতা। তামান্না চরিত্রটি কাউকে অন্ধ বিশ্বাস করে ঠকে যাবার গল্প। প্রধান নারী চরিত্র বন্যা যার জীবনে হাজারো কষ্টের মাঝে তিনি কখনো আত্মহত্যার কথা ভাবেননি বরং ঘুরে দাঁড়িয়েছেন। বিচক্ষণতার পরিচয় দিয়েছেন বিভিন্ন ক্ষেত্ৰে। সবচেয়ে মজার চরিত্র মেহেদি যার সমন্ধে পাঠক জানতে গিয়ে লেখকের বিশ্বাস পাঠক থমকে যাবে। বের হয়ে আসবে অন্য এক অধ্যায়। এই উপন্যাসের প্রতিটা চরিত্রই আমাদের সমাজের হয়ে কথা বলবে। কখনো ভাবাবে এবং পাঠককে অবশ্যই তৃপ্তি দেবে। লেখক শিমু আরো বলেন, বইটি আমি তৃপ্তি নিয়ে লেখা শেষ করেছি। বাকিটা আমার পাঠক বলবেন”।
পাঠকদের উদ্দেশ্য লেখক আহমেদ শিমু বলেন, বই পড়ুন। ভালো বই হলে মৌলিক রিভিউয়ের মাধ্যমে বইয়ের কথা ছড়িয়ে দিন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এতেই লেখকের লেখার সার্থকতা।
অনুজ প্রকাশনী থেকে শিমুর “দ্যা ব্ল্যাক চ্যাপ্টার অব লাইফ” নামক এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে। উপন্যাসটির পরিবেশক খ্যাতনামা প্রকাশনী এশিয়া পাবলিকেশন্স। ইতিমধ্যেই বইটির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। রকমারি ডটকম থেকে উপন্যাসটি কেনা যাবে ২৫০ টাকায়। রকমারি ডটকমে সবগুলো ক্যাটাগরির মধ্যে আহমেদ শিমুর বইটি ৬ষ্ঠ স্থানে রয়েছে।
অর্ডার করতে ক্লিক করুন: https://rokshort.com/Flp5g_yvB