শোকের মাস আগস্ট উপলক্ষ্যে নরসিংদীর পলাশে সামাজিক সংগঠন ‘আশার আলো’-র উদ্যোগে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে ২৬ আগস্ট রোজ বৃহস্পতিবার কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মিলাদ ও দোয়া মহফিলের সূচনা হয়।
আশার আলো উন্নয়ন সংস্থার সভাপতি আপেল মাহমুদ শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত মহফিলে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। তিনি তার বক্তব্যে আশার আলো উন্নয়ন সংস্থা যাতে সমাজের জন্য কাজ করে যেতে পারে, সে দোয়া কামনা করেন। দোয়া-মহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান। এছাড়াও উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন আশার আলো উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মারুফ হাসান। তিনি বলেন, “আমরা সব সময় আমাদের সর্বোচ্চ দিয়ে সমাজের জন্য কাজ করে যাবো।” তিনি সকলের কাছে দোয়া চান আশার আলো সংগঠনের জন্য।
মহফিল শেষে ৬টি মসজিদ ও ৫টি এতিমখানায় নগদ অর্থ ও প্রায় ৪৫ জন এতিমবাচ্চার মাঝে জায়নামাজ বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া চেয়ে ও এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে উক্ত কার্যক্রম শেষ হয়।