গত শুক্রবার সন্ধ্যায় আল-আকসা মসজিদের সামনে প্যালেস্টাইনিদের সাথে ইসরাইলের পুলিশের সংঘর্ষ হয়। প্যালেস্টাইনের রেড ক্রিসেন্ট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে সংঘর্ষ কমপক্ষে ১৬৩ জন প্যালেস্টাইন এবং ৬ জন ইসরাইলি পুলিশ অফিসার আহত হয়েছে।
সংঘর্ষের সময়, ইসরাইলি পুলিশদের রাবার বুলেট এবং স্টান গ্রেনেডের বিপরীতে প্যালেস্টাইনরা পাথর এবং বোতল নিক্ষেপ করতে থাকে। গত কয়েক সপ্তাহ ধরে, প্যালেস্টাইন এবং ইহুদিদের মধ্যকার দ্বন্দ্ব উদ্বেগ সৃষ্টি করেছে। জেরুজালেম থেকে প্যালেস্টাইনি মুসলিমদেরকে বিতারিত করার জন্য ইহুদিদের হুমকির পর এই ঘটনাটি আরও উদ্বেগ সৃষ্টি করেছে।
আল-আকসা মসজিদটি জেরুজালেম শহরে অবস্থিত, যা মুসলমান এবং ইহুদিদের জন্য একটি প্রসিদ্ধ স্থান।