গত বছর এশিয়া কাপ হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু করোনাভাইরাস তা হতে দেয়নি। করোনাভাইরাসের জন্য পিছিয়ে এ বছর শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এবারও করোনাভাইরাস থামিয়ে দিল এশিয়া কাপ। শ্রীলংকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা জানিয়ে দিয়েছেন, শ্রীলঙ্কায় এশিয়া কাপের আয়োজন এ বছর সম্ভব নয়। তাঁর মতে এশিয়া কাপ টুর্নামেন্টটি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।