চলমান লকডাউন আবারও বৃদ্ধি করা হয়েছে ৩০ মে পর্যন্ত। তবে লকডাউন বাড়লেও অর্ধেক যাত্রী নিয়ে চলবে দূরপাল্লার বাস।

করোনা পরিস্থিতির দ্বধাপ মোকাবেলায় গত ২৮ এপ্রিল দেশে দেশে লকডাউনের ঘোষণা দেওয়া হয়। এরপর লকডাউনের মেয়াদ ধাপে ধাপে বৃদ্ধি করে ২৩ মে পর্যন্ত করা হলো। আবারও সেই চলমান লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ৩০ মে পর্যন্ত।

তবে এইবার আন্তঃজেলা গণপরিবহন চলাচল করার সুযোগ দেওয়া হয়েছে। তবে যাত্রী-সহ সবাইকে মাস্ক পরিধান করতে হবে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে। সেই সঙ্গে হোটেল-রেস্তোরায় বসে খাওয়ার সুযোগও রাখা হয়েছে এইবার। তবে উভয় ক্ষেত্রে ধারণ ক্ষমতার অর্ধেক সেবা দেওয়া যাবে।

ছবি: ইন্টারনেট