গত ১৯ মে মুক্তি পেয়েছে বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘দি ফ্যামিলি ম্যান – ২ ‘ এর ট্রেইলার। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসেই এমাজন প্রাইমে মুক্তি পাবার কথা ছিল এই সিরিজটির, কিন্তু ‘মির্জাপুর-২’ এবং ‘তাণ্ডব’ মুক্তি পাবার পর কিছু বিতর্কে জড়িয়ে পরে এমাজন প্রাইম । সেই বিতর্ক থেকে বের হতে না হতেই আরেক বিতর্কে জড়িয়ে পড়ে এমাজন প্রাইম।
‘দি ফ্যামিলি ম্যান-২’ সিরিজে তামিলদের নেতিবাচক আলোকে চিত্রিত করা হয়। যেখানে দেখা যায়, এলম তামিলদের স্বাধীনতা সংগ্রামকে এক ধরনের জঙ্গিবাদের সাথে তুলনা করে তার অপমান করা হয়। তামিল অভিনেত্রী সামান্থা আক্কেইনিকে নিয়েও ছড়িয়েছে বিতর্ক। ‘দি ফ্যামিলি ম্যান’ এর নতুন সিজনের ট্রেইলারে সামান্থা আক্কেইনি একজন সুসাইড বম্বারের চরিত্রে অভিনয় করেন, যা এলম তামিল এবং তামিলনাড়ুর জনগণের জন্য খুব অপমানজনক ছিল বলে জানায় তামিলনাড়ু সরকার । তামিলনাড়ু সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে OTT প্ল্যাটফরম অ্যামাজন প্রাইম ভিডিয়োতে ‘দি ফ্যামিলি ম্যান’ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে অনুরোধ করেছে। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে ‘দি ফ্যামিলি ম্যান’-এর প্রথম সিজন মুক্তি পায় এবং দর্শকদের মাঝে বিপুল সাড়া ফেলে। ২০২১ সালের ৪ মে মুক্তি পাবার কথা রয়েছে এই ওয়েব সিরিজটির ।
