মিশন ইম্পসিবল, সিনেমা জগতে জনপ্রিয় একটি নাম। এবার করোনাভাইরাসের কবলে পড়ে স্থগিত করতে হলো এই চলচ্চিত্রের শুটিং। এ চলচ্চিত্রের ব্রিটিশ সেটে কর্মরত কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স।
একটি নাইটক্লাব দৃশ্যের শুটিংয়ের পর ওই ইউনিটের ১৪ সদস্যের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাই সেখানে কর্মরত সকল স্টাফকে ১৪ দিনের আইসোলেশনে পাঠিয়েছে কর্তৃপক্ষ ।
করোনাভাইরাস মহামারির কারণে এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে ইতালির ভেনিসে চলতে থাকা ‘মিশন ইম্পসিবল ৭’-এর শুটিং স্থগিত করা হয়। আগামী বছরের মে মাসে মুক্তি পাবার কথা রয়েছে এই চলচ্চিত্রের।
