করোনা মহামারির কারণে এ বছর নির্ধারিত সময়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। সংক্ষিপ্ত সিলেবাসে আগামী জুন-জুলাইয়ে এসএসসি এবং সেপ্টেম্বর-অক্টোবরে এইচএসসি পরীক্ষা নেওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিতে না পারায় তা পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ অবস্থায় দুটি পাবলিক পরীক্ষা অন্তত দুই মাস পেছানোর পরিকল্পনা নিয়েছেন তারা। প্রতিবছর ১ ফেব্রুয়ারি এসএসসি ও ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়। গতবছর করোনা সংক্রমণের কারণে যথাসময়ে এসএসসি পরীক্ষা হলেও কয়েক দফা পিছিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। অটোপাশ দিয়ে এইচএসসির শিক্ষার্থীদের উত্তীর্ণ করা হয়। এ বছর এসএসসিতে ৬০ দিন এবং এইচএসসিতে ৮৪ দিনের সংক্ষিপ্ত সিলেবাসে জুন-জুলাইয়ে এসএসসি এবং সেপ্টেম্বর-অক্টোবরে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল সরকারের। কিন্তু করোনা ভাইরাসের কারণে তা সম্ভব হচ্ছে না।