সর্বশেষ ‘টয়লেট-এক প্রেমকথা’ ছবিটিতে অক্ষয় কুমার ও ভূমি পেদনেকরকে একসাথে দেখা যায়। দর্শক এবং তাদের ভক্তদের কাছে অনেক জনপ্রিয় হয়েছিল ছবিটি। এর পর দুইজনই অনেক ছবি করে ফেলেছেন। কিন্তু আর তাদেরকে একসাথে জুটি হতে দেখা যায়নি। অবশেষে আবারও একসাথে দেখা যাবে এই দুই তারকাকে। আনন্দ এল রাইয়ের নতুন ছবি ‘রক্ষা বন্ধন’-এ দেখা যাবে তাদের। ছবির শুটিং শুরু হবে নভেম্বরে । জুনে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা আর হয়ে উঠেনি।