তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানকার পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য বিশেষ অধিবেশন ডেকেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পরিষদ। আগামী ২৪ আগস্ট জেনেভায় ভার্চুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হবে।
পাকিস্তান ও ওআইসি যৌথভাবে বৈঠকটির আহ্বান জানায়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, জাপান, সুদান, ফ্রান্স, জার্মানি, লিবিয়া, ক্যামেরুন ও উজবেকিস্তানসহ জাতিসংঘের ৮৯ টি দেশ এ প্রস্তাবে সম্মতি জানায়। এদিকে তালেবানরা কাবুলে ‘সংস্কৃতিক বিপর্যয়’ ঘটাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের সংস্কৃতিবিষয়ক বিশেষ দূত করিমা বেনাউন।