আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে রশিদ খানকে দায়িত্ব দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। মঙ্গলবার (৬ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড সংস্থা।
চলতি বছরের জুলাইয়ে তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকেই আসগর আফগানকে সরিয়ে দেয় এসিবি। সেই সময় ওয়ানডে ও টেস্ট ফরম্যাটের দুই অধিনায়কের নাম ঘোষণা করলেও টি-টোয়েন্টির অধিনায়কের নাম প্রকাশ করেনি তাঁরা। আসগরের বদলি হিসেবে মঙ্গলবার (৬ জুলাই) টি-টোয়েন্টি দলের দায়িত্ব তুলে দেওয়া হয় রশিদের কাঁধে। সময়ের অন্যতম সেরা এই লেগ স্পিনারের সহকারী হিসেবে রয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরান।
এর আগেও আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছেন রশিদ খান। তাঁর অধিনায়কত্বে ১৬ ওয়ানডের ছয়টিতে জয় পেয়েছে আফগানিস্তান। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর গুলবাদিন নায়েবের বদলি হিসেবে রশিদকে তিন ফরম্যাটের অধিনায়ক ঘোষণা করেছিল আফগানিস্তান।