সুপারশপ থেকে কিছু আপেল কিনতে চেয়েছিলেন নিক জেমস নামক ব্যাক্তি। তিনি আপেল কিনতে অর্ডারও করেছিলেন সুপারশপ থেকে। কিন্তু অর্ডারের পণ্য বাসায় এসে পৌঁছানোর পরই নিক স্তম্ভিত হয়ে পড়েন। যা এসেছে তা তো আপেল নয়, তাকে দেওয়া হয়েছে অ্যাপলের বিশেষ সংস্করণের আইফোন!
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাজ্যের টুইকেনহামে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে। বিখ্যাত টেসকো নামের বহুজাতিক সুপারশপে নিক জেমস আপেল কেনার অর্ডার সম্পন্ন করেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে যখন পণ্য এসে পৌঁছায়, তখন দেখা যায় ব্যাগে আছে অ্যাপল কোম্পানির তৈরি আইফোনের একটি সেট।
নিক জেমস বলেন, ‘আমি চমকে গিয়েছিলাম, একেবারে স্তম্ভিত বলা যায়। আর যা-ই হোক, অ্যাপলের আইফোন পাওয়ার প্রত্যাশা আমার কখনোই ছিল না।’
বহুজাতিক সুপারশপ টেসকো কোম্পানি সাম্প্রতিক সময়ে ক্রেতাদেরকে বিশেষ উপহার দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে। সেই উপহার প্রদানের কর্মসূচির অংশ হিসেবেই সৌভাগ্যবান ক্রেতাদের বিনা মূল্যে দেওয়া হচ্ছে আইফোন। এভাবেই আইফোন পেয়ে যান নিক জেমস। এই কর্মসূচির আওতায় আইফোনের পাশাপাশি উপহার হিসেবে স্যামসাং গ্যালাক্সি ট্যাব ও এয়ারপডও দেওয়া হচ্ছে।
টেসকো কোম্পানি তাদের এক বিবৃতিতে জানায়, ১৮ এপ্রিল পর্যন্ত এই বিশেষ উপহার প্রদান কার্যক্রম চালানো হবে। উপহারের তালিকায় ৮০টি পণ্য আছে। ক্রেতাদের অর্ডার করা নির্দিষ্ট পণ্যের বদলে এসব উপহার দেওয়া হবে।
তার উপহারের সঙ্গে একটি চিরকুটও পেয়েছেন নিক জেমস। চিরকুটঠিতে লেখা ছিল, ‘কিছু আপেল চেয়েছিলেন? আপনি এখানে অ্যাপলের তৈরি আইফোনের বিশেষ সংস্করণ পেয়েছেন হয়তো!’