সম্প্রতি পদার্থবিজ্ঞানের একটি শাখা কণা নিয়ে গবেষণার একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে বাংলাদেশের কলেজপড়ুয়া ১০ শিক্ষার্থীর একটি দল ‘আরসিটিআর ক্যারোলিয়াম’।
সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত পরমাণুবিজ্ঞানের সবচেয়ে বড়ো গবেষণা সংস্থা ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ প্রতিবছর স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য ‘বিমলাইন ফর স্কুলস’ (বিএলফরএস) প্রতিযোগিতার আয়োজন করে। চলতি বছরের বিমলাইন ফর স্কুলস–২০২১ প্রতিযোগিতায় বিজয়ীদের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের ‘আরসিটিআর ক্যারোলিয়াম’ দল।
এ বছর ৫৭টি দেশের ২৮৯টি দল তাদের গবেষণা প্রস্তাব জমা দিলেও সংক্ষিপ্ত তালিকায় রয়েছে ২২ দেশের ২৬টি দল। গত ২৩ জুন ফলাফল ঘোষণা করা হয়। এই ২৬ দলের মাঝে দুটি দলকে চূড়ান্ত বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। বিজয়ী দল দুটি আগামী সেপ্টেম্বরে জার্মানির হামবুর্গে গবেষণাকেন্দ্র ডিইএসওয়াইতে দুই সপ্তাহের জন্য আমন্ত্রণ পাবে। সংক্ষিপ্ত তালিকার বাইরে আটটি দল বিশেষ সম্মাননা পাবে। ২০১৯ সালে বাংলাদেশের একটি দল বিশেষ সম্মাননা পেয়েছিল।