নুহাশ হুমায়ূন এর পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হতে যাচ্ছে সাউথ বাই সাউথওয়েস্ট চলচ্চিত্র উৎসবে। চলচ্চিত্রটির নাম ‘মশারী’। সম্প্রতি সাউথ বাই সাউথওয়েস্ট চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি প্রকাশ করলে তরুণ নির্মাতা তার ভেরিফাইড ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেন।
আগামী ১১ মার্চ আমেরিকার টেক্সাসে শুরু হতে যাচ্ছে এই বাই সাউথওয়েস্ট চলচ্চিত্র উৎসব। যা চলবে ২০ মার্চ পর্যন্ত। উৎসব চলাকালীন ১৩, ১৪ ও ১৭ মার্চ প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূন পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘মশারী’।
‘মশারী’ মূলত দুই বোন অপু এবং আয়রাকে কেন্দ্র করে নির্মিত একটি ভৌতিক ধাঁচের সিনেমা যেখানে দুই বোন টিকে থাকার এবং একে অপরকে বাঁচিয়ে রাখার তাগিদে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়।
এছাড়া ‘মশারী’ চলচ্চিত্রটির মাধ্যমে অভিনয়ে জগতে পদার্পণ করছেন নুহাশ হুমায়ূনের ভাগনি নাইরা অনোরা সাইফ। পাশাপাশি অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে রয়েছেন সুনেরাহ বিনতে কামাল এবং ময়েদ ভুইঞা।
I think the admin of this website is really working hard for his web page, since here every material is
quality based information.