২০১৮ সালের মে মাসে হঠাৎ করে অবসর গ্রহণ করেন বিশ্ববিখ্যাত ক্রিকেটার ডি ভিলিয়ার্স। তাঁর অবসর মেনে নিতে পারেননি ভক্তরা। জাতীয় দলে তাঁকে ফেরানোর জন্য অনেক চেষ্টা করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। টানা দুই বছরে দুই ফরম্যাটের দুই বিশ্বকাপের আগে অবসর গ্রহণ করেছেন এই কিংবদন্তি ক্রিকেটার। অবশেষে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) নিশ্চিত করেছেন তিনি অবসর না ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। দেশের হয়ে আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে জার্সি গায়ে দেখা যাবে না তাঁকে।