জেরুজালেমে অবস্থিত এক শরণার্থী শিবিরে অনুষ্ঠিত বিক্ষোভের তথ্য সংগ্রহ করার সময় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক সাংবাদিককে আটক করে ইসরায়েল। অবশ্য আটকের কয়েক ঘণ্টা পরে তাকে মুক্তি দেয় দেশটি।
আল-জাজিরার আরবি বিভাগের সাংবাদিক জিভারা বুদেইরিকে আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি দিয়েছে ইসরাইল। পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবিরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের খবর সংগ্রহ করছিলেন ওই সাংবাদিক। এ নারী সাংবাদিক মুক্তি পাওয়ার পর জানান, খবর কাভার করার সময় চারপাশ থেকে ইসরাইলি পুলিশ এসে তাকে লাথি মারতে থাকে, এমনকি আটক করে গাড়িতে তোলার পরও পুলিশ তাকে জঘন্যভাবে লাথি মারে।
এদিকে, বুদেইরিকে আটকের পর আন্তর্জাতিক অঙ্গনের সাংবাদিক ও গণমাধ্যম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠানগুলো কঠোর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।
