আজ ৮ জানুয়ারি (শনিবার) থেকে দেশব্যাপী একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হচ্ছে, যা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। গত বছরের ন্যায় এইবছরও ডিজিটাল পদ্ধতিতে লটারির মাধ্যমে কলেজ পাবে আবেদনকারীরা। সকল ভর্তি কার্যক্রম সম্পাদনের পর আগামী ২ মার্চ থেকে ক্লাস শুরু হবে।
গত ৩০ ডিসেম্বর জারি করা এক ভর্তি সংক্রান্ত নীতিমালায় বলা হয়েছে, মোট তিন ধাপে প্রকাশ করা হবে আবেদনকারী শিক্ষার্থীদের মেধাতালিকা এবং কেবলমাত্র অনলাইনে ওয়েবসাইটে গিয়ে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করা যাবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা সর্বোচ্চ দশটি এবং সর্বনিম্ন পাঁচটি কলেজ নির্বাচন করতে পারবে। কেবল ২০১৯ সাল থেকে ২০২১ সালের মধ্যে এসএসসি পাশ করা শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। তাছাড়া যে-সকল শিক্ষার্থীরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছে এবং যারা এসএসসির ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করবে তাদেরকেও এ সময়ের মধ্যে ভর্তি আবেদন করতে হবে। পুনঃনিরীক্ষণের পর যে-সকল শিক্ষার্থীদের ফল পরিবর্তিত হবে, তাদের আবেদন নেওয়া হবে ২২ ও ২৩ জানুয়ারি। সকল আবেদনকারী শিক্ষার্থীদের পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দেওয়া হবে ২৪ জানুয়ারি এবং প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশিত হবে ২৯ জানুয়ারি। ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে। তবে সিলেকশন নিশ্চয়ন না করলে শিক্ষার্থীকে পুনরায় ফি প্রদান করে আবেদন করতে হবে।
দ্বিতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে ৭ ও ৮ ফেব্রুয়ারি এবং তার ফল প্রকাশিত হবে ১০ ফেব্রুয়ারিতে। একই দিনে প্রকাশিত হবে প্রথম মাইগ্রেশনের ফল। দ্বিতীয় ধাপে নির্বাচিত আবেদনকারীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে ১১ ও ১২ ফেব্রুয়ারি।
এই পর্যায়ে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হয়ে যাবে। তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ ও দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশিত হবে ১৩ ফেব্রুয়ারি এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারি। তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি এবং এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চয়ন না করলে আবেদন বাতিল হবে। আর শিক্ষার্থীদের ভর্তি করা হবে ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি। ক্লাস শুরু হবে ২ মার্চ থেকে।
এছাড়া নীতিমালায় ঢাকা ও জেলা পর্যায়ে প্রায় সকল ধরনের ভর্তি সংক্রান্ত ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে।
ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। এমপিওভুক্ত প্রতিষ্ঠানসমূহ সেশনচার্জ ও ভর্তি ফি গ্রহণ করতে পারবে। ঢাকা মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে বাংলা ও ইংরেজি ভার্শনে ৫ হাজার টাকা, ঢাকা মহানগরের বাইরে ৩ হাজার টাকা, জেলা পর্যায়ে ২ হাজার টাকা আর উপজেলা পর্যায়ে ১ হাজার ৫০০ টাকা আদায় করা যাবে।