জল মানব কি? কিংবা তাকে কেন জলমানব বলা হয়? ৷ এমন প্রশ্ন মাথায় আসছে তাই না? চলো তাহলে জেনে নেই!
→ ক্যানিয়া তে বসবাসরত একজন মানুষ যে তার একটি ট্রাকে ১০,০০০ লিটার পানি প্রতিদিন ১০০ কিলোমিটারের মতো পথ নিয়ে চলে। সে তার ট্রাকে পানি নিয়ে তৃষ্ণার্ত পশুপাখিদের খাওয়ায়। গত সাত বছর যাবৎ তিনি এ কাজ করে আসছেন নিজের সেভিংস দিয়ে। নিজের জমানো টাকা দিয়ে তিনি শত শত পশু-পাখিদের পানি পান করাচ্ছেন। তিনি চান জলবায়ু পরিবর্তন ঠিক করতে। ক্যানিয়াতে দিন দিন বাড়ছে উষ্ণতা, পশুপাখির খাদ্য এবং পানি অভাব দেখা দিচ্ছে । তাই তিনি ঘুরে ঘুরে পানি পান করায় এসব জীবজন্তুদের। তার দেওয়া পানি হরিণ ,হাতি, বাঘ থেকে শুরু করে হিংস্র জন্তুজানোয়ার পর্যন্ত এসে পান করে।
কে এই পশুপ্রেমী কিংবা কে জলবায়ু পরিবর্তন ঠিক করতে পশুপাখিদের এমন সেবা করে যাচ্ছে?
→ ক্যানিয়ার ছোট একটি গ্রামে বসবাসরত একজন মানুষ প্যাট্রিক কিলোনজো মাওয়ালিয়া ( Patrick Kilonzo Mwaliea)। তার কথা অনুযায়ী, পৃথিবীর সবার বাঁচার অধিকার আছে। অনন্য জীবন্ত মানুষ কিংবা প্রাণীদের মতো জীবজন্তুদেরও বাঁচার অধিকার আছে।
• একদিন প্যাট্রিক কাজে যাচ্ছিলো হঠাৎ সে দেখলো একটা মহিষ মরুভূমির মধ্যে তৃষ্ণার্ত অবস্থায় পড়ে আছে। তখন প্যাট্রিকের খারাপ লাগলো এবং সেখান থেকেই তার যাত্রা শুরু। সে শুরু করলো তার ট্রাক নিয়ে পানি পান করানোর যাত্রা।
• তিনি কথা অনুযায়ী, প্রথম দিকে জীবজন্তুগুলো তার কাছে আসতে চাইতো না। কিন্তু তিনি যখন প্রতিদিন একই কাজ করলেন, প্রতিদিন পানি নিয়ে যেতেন তখন ওরা বুঝলো যে তিনি জীবজন্তুর জন্য ক্ষতিকর নয়। এখন তারা তাকে দেখলেই ছুটে আসে এবং পানি পান করে।
দিন দিন ক্যানিয়াতে উষ্ণয়ন বাড়তে শুরু করেছে৷ পরিবেশ উষ্ণ থেকে উষ্ণতর হচ্ছে। খাল, নদী-নালা শুকিয়ে মরুভূমিতে পরিণত হচ্ছে । জীবজন্তু পানযোগ্য পানি পাচ্ছে না কোথাও। প্রাণ হারাচ্ছে অনেক জীবজন্তু । জলবায়ুর হচ্ছে পরিবর্তন। আর সে পরিবর্তন আটকাতেই ক্যানিয়ার ছোট একটি গ্রামের প্যাট্রিক চেষ্টা করে যাচ্ছে। সে যখন অসুস্থ হয় তখনো ট্রাক নিয়ে বেড়িয়ে যাওয়ার তার থেকে থাকে না। সে কয়েক সেকেন্ড চিন্তা করে তারপর বেড়িয়ে পরে জীবজন্তুদের তৃষ্ণা মিটাতে।
প্যাট্রিক তার সর্বান্তক চেষ্টা করে যাচ্ছে গত সাত বছর যাবৎ । যদিও সে একা জলবায়ু পরিবর্তন ঠিক করতে পারবে না। তবুও সে তার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। পানি ভর্তি ট্রাক নিয়ে ঘুরে বেড়াচ্ছে মেরু অঞ্চলগুলোতে।
আর সেজন্য ই প্যাট্রিককে বলা হয় জলমানব৷ দ্যা ওয়াটার ম্যান প্যাট্রিক।
কেমন লাগলো প্যাট্রিকের গল্প জানিয়ে দাও কমেন্ট সেকশনে
↓
তোমরাও এমন কোনো উদ্যাোগ নিলে তার গল্প শোনাও কিংবা আমাদের পরিবেশ বাঁচাতে সাহায্য করো৷
একটি করে গাছ লাগাও তবেও পরিবেশ বাঁচানোতে তোমারও অংশগ্রহণ থাকবে।
#stayhappy #staysafe #spreadknowlage #help_people #safecounty #satelife
-সজ্জতি হাসান