আগামী ২৮ আগস্ট আঁচল ফাউন্ডেশন এবং কাঞ্চন একাডেমির উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘দ্য পারসুট অব হ্যাপিনেস’।
জীবনে সংঘটিত নানা ঘটনা থেকে তৈরি মানসিক অস্থিরতা থেকে মুক্তির জন্য একটি পূর্ণাঙ্গ লাইফ মডিউল নিয়ে আলোচনা করা হবে এখানে।
আগ্রহীরা সম্পুর্ণ ফ্রিতে এই আয়োজনে অংশ নিতে পারবেন। এই আয়োজনটি অতিথি হিসেবে থাকবেন দেশের একমাত্র সার্টিফাইড হ্যাপিনেস প্র্যাক্টিশনার ও কোচ কাঞ্চন একাডেমির ফাউন্ডার ইলিয়াস কাঞ্চন। ওয়েবিনারটি অনুষ্ঠিত হতে যাচ্ছে রাত ৮টায়। রেজিস্ট্রেশনের শেষ সময় ২৭ আগস্ট। অংশগ্রহণকারীর জন্য রয়েছে ই-সার্টিফিকেট।
বিস্তারিত ইভেন্ট লিংকে: https://fb.me/e/15avIHQIa