অ্যাপলের অন্যান্য পণ্য, যেমন আইফোন, আইপ্যাড, আইপড কিংবা আইম্যাকের কথা বিবেচনায় নিলে ‘আইওয়াচ’ হওয়াই যুক্তিযুক্ত ছিল। সবাই ধরেও নিয়েছিল তা-ই। বিশেষ করে অ্যাপল স্মার্টঘড়ি তৈরি করছে, বাতাসে এমন উড়ো খবর ভেসে আসতে শুরু করলে সেটির নাম যে আইওয়াচ (iWatch) হবে, তাতে কারও মনে কোনো সন্দেহ ছিল না। আর তাই ২০১৪ সালের সেপ্টেম্বরে বাজারে ‘অ্যাপল ওয়াচ’ ছাড়ার ঘোষণা দিলে সবাই খুব অবাক হয়েছিল। অ্যাপল ‘আইওয়াচ’ নামটি ব্যবহার করতে পারেনি কারণ ওএমজি ইলেকট্রনিকস নামের এক মার্কিন প্রতিষ্ঠান ২০১২ সালের সেপ্টেম্বরে শব্দটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধনের আবেদন করে। সে সময় স্মার্টঘড়ি তৈরির জন্য ক্রাউডফান্ডিং ওয়েবসাইট ইনডিগোগোতে তহবিল সংগ্রহ শুরু করে তারা। তবে এক লাখ ডলারের লক্ষ্যমাত্রা নিয়ে নামলেও কেবল ১ হাজার ৪৩৪ ডলার সংগ্রহ করতে পেরেছিল ওএমজি। স্মার্টঘড়ি তৈরি না করলেও ট্রেডমার্কটি থেকে যায় তাদের নামে।